আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে
মিছিলের গান থেকেই কি এসেছিল ভারতের আসানসোলের দাঙ্গার উস্কানি | সংবাদ
সংবাদ : স্থানীয় সাংবাদিকরা বলছেন, "মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করে তোলার যথেষ্ট উপাদান রয়েছে ওইসব স্লোগান মিশ্রিত গানে। ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে ওই গানগুলো।"...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন