উৎস » যানজট সড়ক দুর্ঘটনা অপরাধ রাজধানী (জাতীয়) দুর্ঘটনা ঢাকা

আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন