আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে
সংবাদ : হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, “বিশেষজ্ঞ চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষন করছে, এবং তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন”।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন